গতকাল সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র কে নিয়ে শহরের মৈত্র বাগান থেকে বোট ঘাট অব্দি ৩কিমি রাস্তা এই ঠাটা রোদ্দুরে শোভাযাত্রা করলেন রেখা পাত্র হুডখোলা জিপে আর তার সমর্থনে উত্তর ২৪ পরগনার নেতা কর্মীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাঁটেন মিছিলে ,এই শোভাযাত্রার জেরে বশিরহাট শহর যানজটে অবরুদ্ধ হলো ।রেখা কথা শুনতে ওই পথ সভাতে উপচে পড়েছিল মানুষের ভিড়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...