আবারো ঘর ভাঙলো কংগ্রেসের

মধ্যে প্রদেশের প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী কমলনাথের নিজস্ব জেলা চিন্দওয়ারা তেই তিন বারের অমরওয়ারার কংগ্রেস বিধায়ক কমলেশ শাহ বিজেপি তে যোগদান করেছে আর বিজেপির জাতীয় যুগ্ন সম্পাদক শিব প্রকাশ ও মুখ্যমন্ত্রী মোহন যাদবের মত লোকেরা তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন ।