তৃণমূল নেতা বিজেপি মঞ্চে উঠে চোটপাট করলো কেন তাকে শেখ শাহজাহানের সাথে তুলনা করা হলো

গতকাল সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির হেমনগর থানা এলাকা তে কালিতলা বাজারে বিজেপি রেখা পাত্রের সমর্থনে । সভার শেষে মঞ্চে উঠে তৃণমূলের কালিতলা পঞ্চায়েতের প্রধান চোটপাট করে বলেন এই সভা থেকে এক বিজেপি নেত্রী আমাকে শাহ জাহানের সাথে তুলনা করেছেন । আমি জানতে চাই কেন শাহ জাহানের সাথে আমার তুলনা করা হলো ।