নাগেরবাজার বিস্ফোরণে মৃত দুইজনের পরিবার কে ক্ষতিপূরণ দেয়া হলো

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  নাগেরবাজারে বিস্ফোরণে  মৃত  দুই  ব্যক্তির স্ত্রীর হাতে  দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক  তুলে দিলেন  পুরমন্ত্রী ফিরহাদ  হেকিম এবং দক্ষিণ দমদমের পুর প্রধান , চিকিৎসাধিন  ব্যক্তি অজিত হালদারের মৃত্যু হওয়াতে তার স্ত্রী শেফালী  দেবীর হাতে ওই চেক দেয়া হয় ,ওপর দিকে  চিকিৎসাধিন  শরৎশেট্টির  চিকিৎসায় ৫০ হাজার টাকা খরচ হয়ে গেলেও ,তার পরিবার কে আরো ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়  রাজ্য ।