মদন মিত্রের উত্তপ্ত ভাষণে বরানগর উপনির্বাচনে তরজা

শুক্রবার রাতে দমদম লোকসভার তৃণমূল প্রার্থী সৌগত রায়ের আয়োজিত এক সভা থেকে কামারহাটি বিধায়ক মদন মিত্র বলেন ১ লা জুন বরানগর বিধানসভার উপনির্বাচনে তিনি বিরোধীদের বুঝে নেবেন তৃণমূল কর্মীরা তাঁজা হয়ে তৈরি থাকুন ,ভোটের দিন সকাল ৬ টার মধ্যে সব নির্দেশ পৌঁছে যাবে,সিপিএম প্রার্থী বলেন মদন বাবুর মনে রাখা উচিত বয়েস হয়েছে উনি অসুস্থ্য ,মুর্শিদাবাদে কেরামতি দেখতে গিয়ে উনার জামার কলার ধরা হয়েছে আর বরানগরে দেখাতে এলে মুখের নক্সা বদলে দেওয়া হবে ।