গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি হারালো আর সিএস কে কে ২৭ রানে ,প্রথমে ব্যাট করে আরসিবি করে ৫ উইকেটে ২১৮।৩৯ বলে ৫৪ রান করে দুপ্লেসি ম্যান অফ দি ম্যাচ হন ।জবাবে চেন্নাই সুপার কিংস নির্দিষ্ট ওভারে সিএসকে ৭ উইকেটে ১৯১ রান তোলে ।সিএস কের হয়ে সর্বাধিক রান তোলেন রাচীন ৬১ রান ৩৭ বলে । শেষ ওভারে যশ দয়াল ধোনি কে আউট করে খেলা ঘুরিয়ে দেন ও ৪২ রান দিয়ে দুটি উইকেট নেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...