দেশের ৭টি বড় বড় সমীক্ষা কারী সংস্থা আগামী চতুর্থ জুন ভোট গণনার দিনে এনডিএ জোট কে গড়ে ৩৫০ টি সিটে স্থান দিয়েছে ।ইন্ডিয়া জোট কে তারা দিয়েছে সর্বোচ্চ ১৮০ এবং সর্ব নিম্ন ৯৬। অন্যান্য দের ২৭-৪৫ টি সিট ।সি ভোটার সংস্থা বঙ্গে দিয়েছে তৃণমূল কে দিয়েছে ১৩-১৭ টি আসন বিজেপি ২৩-২৭ টি আসন বাম ও কংগ্রেস জোট কে ১-৩ টি আসন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...