গতকাল বিশ্বকাপে সি গ্রুপের খেলা তে জার্মানির ডর্টমুন্ডে ডেনমার্ক ও শ্লোভেনিয়ার খেলা ১-১ ড্র হয় ।খেলার প্রথম অর্ধে প্রাধান্য বজায় রাখে ডেন্মার্ক্ ।খেলা তে ক্রিস্টিয়ান এরিকসন প্রথম গোল করে ডেনমার্ক কে এগিয়ে দেন তার পরে চাপ বজায় রাখে তারা । দ্বিতীয় অর্ধে স্লোভেনিয়া ৭৭ মিনিটে এরিক জানাজার গোলে সমতা ফেরায় ,খেলাটি হাড্ডাহাড্ডি ও উপভোগ্য হয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...