জনপ্রিয় হিন্দি ছবির রিমেকে দেখা যাবে বরুন ধবন এবং সারা আলী খান কে

On: Sunday, January 13, 2019 10:27 PM

নিউস ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : বলিউডের  হিট  ছবি  কুলি  নম্বর  ওয়ানের রিমেক  এইবার  তৈরী করে পরিচালনা করছেন  বলিউডের  জনপ্রিয় পরিচালক ডেভিড  ধাওয়ান যিনি  কুলি নম্বর ওয়ানের  ও পরিচালক ছিলেন ,তিনি একটি ফ্রেশ জুটি কে চাইছিলেন  এই ছবির  জন্য ,গোবিন্দা  এবং করিশ্মা  কাপুরের জায়গায়  অভিনয় করবেন  বরুন  ধবন এবং  সারা আলী খান ,বিষয় বস্তু  একই রেখে গল্পটি  কে একটু আধুনিক করা হয়েছে ।