লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি ও তার জোট শরিক রা পর্যদুস্ত হওয়ার পরে গতকাল দিল্লিতে এক বৈঠক হয়েছিল এই জোটের ।সেইখানে আলোচনা হয় যে অজিত পাওয়ারের সাথে থাকা মূলত আহমেদনগর জেলার প্রায় ১৮ জন বিধায়ক বর্ষাকালীন অধিবেশনের পরে,শরৎ পাওয়ারে মূল দলের সঙ্গে মিশে যেতে পারে । আবার পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রী ছগন ভুজবল(অজিত শিবিরে )শিগ্রই দলত্যাগ করে উদ্ভবের হাত ধরতে পারেন ,ছগন নাসিকের টিকিট চেয়েও পাননি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...