গতকাল কোপা আমেরিকা কাপে ব্রাজিল ও কোস্টারিকার বিরুদ্ধে গোল শুন্য ভাবে ড্র হলো ,কিন্তু বল পসেশন ব্রাজিলের ছিল ৭৪%। ১৯ টি শট নিয়েছে ব্রাজিল ,কোস্টা রিকার গোল লক্ষ্য করে ,৩০ মিনিটে রদ্রিগো দুর্দান্ত শটে গোল করেছিলেন| কিন্তু ভিডিও প্রযুক্তি তে তা ধরা পরে অফসাইড হিসাবে ,কোচ বলছেন এই ফল আগামী দিনে ফুটবলার দের আরো সতর্ক হবার ইঙ্গিত দেবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...