রাজ্যে বহু জাতিক তথ্য প্রযুক্তি সংস্থাগুলির দীর্ঘদিনের দাবি ছিল কাজের সময়সীমা ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ৯ ঘন্টা করার।অবশেষে ওই দাবি মেনে নিয়ে রাজ্যের তথ্য প্রযুক্তি সেক্টরে সময়শিমা বৃদ্ধি তে সায় দিলো রাজ্য সরকার ।তাদের বক্তব্য আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি দুনিয়ার সঙ্গে সময়সীমা মেনে নেওয়া আখেরে লাভ হবে রাজ্যের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...