রাজ্যে বহু জাতিক তথ্য প্রযুক্তি সংস্থাগুলির দীর্ঘদিনের দাবি ছিল কাজের সময়সীমা ৮ ঘন্টা থেকে বাড়িয়ে ৯ ঘন্টা করার।অবশেষে ওই দাবি মেনে নিয়ে রাজ্যের তথ্য প্রযুক্তি সেক্টরে সময়শিমা বৃদ্ধি তে সায় দিলো রাজ্য সরকার ।তাদের বক্তব্য আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি দুনিয়ার সঙ্গে সময়সীমা মেনে নেওয়া আখেরে লাভ হবে রাজ্যের ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...