খেললো বেলজিয়াম জিতলো ফ্রান্স

গতকাল ফ্রান্স ও বেলজিয়ামের মধ্যে খেলা টি খুব আকর্ষণীয় হয় ।বেলজিয়ামের খেলার মধ্যে অনেক পরিকল্পনার চাপ ছিল তার নেপথ্যের কারিগর ছিল ডি ব্রুইন ,রুমেলু লুকাকু কে আটকে রেখেছিল ফ্রান্সের ডিফেন্স ,সেই সুযোগে ডি ব্রুইন শুন্য স্থান পূরণ করেন ,২৪ মিনিটে একটি অসাধারণ সেভ করে বাঁচিয়ে দেয় ফ্রান্সের গোল কিপার ।৮৫ মিনিটে ফ্রান্সের হয়ে একমাত্র গোল
করেন ।