গতকাল ইউরো কাপের শেষ আটের খেলা তে নেদারল্যান্ড ৩-০ গোলে চূর্ণ করলো রোমানিয়া কে ।২০ মিনিটের মাথায় ১-০ করেন গ্যাকপো ।৮৩ মিনিটে তার পাশ থেকে ২-০ করেন মালেন ,৯৩ মিনিটে গ্যাকপো আরেকটি গোল দিয়ে ফলাফল করেন ৩-০। অপরদিকে তুরস্ক অস্ট্রিয়া কে ২-১ গোলে হারালো ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...