সারা দেশ ও বিদেশ কাল্কি ২৮৯৮ ছবিটি নিয়ে তোলপাড় চলছে ,তার মধ্যে তামিল ছবি মহারাজা মুক্তির পরে
তৃতীয় সপ্তাহ পার হতে না হতেই ১০০ কোটি টাকার ব্যবসা করে নিলো ,এই বছর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিজের সর্বাধিক ব্যবসা করা এই ছবিটি ।এইছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপ ,মমতা মোহন দাশ ও রচনা নমিদাশ প্রমুখ।