খেললো জার্মানি জিতলো স্পেন

গতকাল জার্মানির মাটিতে কোয়ার্টার ফাইনালে স্পেন হারালো জার্মানিকে ২-১ গোলে । জয়সূচক গোলটি
অতিরিক্ত সময়ে ড্যানি অলমোর ক্রস থেকে করেন মেরিনো ১১৯ মিনিটের মাথায় হেড করে । গোলটি অনবদ্য ।৫১ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোলটি করেন অলমো ,৮৯ মিনিটের মাথায় জার্মানির হয়ে গোল শোধ করেন উইজ ।এর মাঝে জার্মানি অনেক গোলের সুযোগ নষ্ট করে ।