আগামী ১০ জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে চারটি কেন্দ্রে উপনির্বাচন

আসন্ন ১০ জুলাই বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ,বাগদা ,রায়গঞ্জ ও মানিকতলা কেন্দ্রে নিয়োজিত
হতে চলছে । ইতি মধ্যে প্রতিটি বিধানসভা তে এক কোম্পানির করে বাহিনী বরাদ্দ করা হয়েছে ।মানিকতলা বিধানসভা বুথের জন্য থাকবে ৭২৯০ জন কেদ্রীয় বাহিনীর জোয়ান। আর বুথ নিরাপতা তে থাকবে ৭২০ জন জওয়ান আর কিউআর টি তে থাকবে ১৪৪ জন। আর এই বিধানসভার জন্য এক প্লাটুন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান অতিরিক্ত ব্যবহার করা হবে কিউআরটি ক্ষেত্রে ।