সজ্জনের আর্জি খতিয়ে দেখার কথা বললো সুপ্রিম কোর্ট

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ১৯৮৪ সালের  শিখ  বিরোধী দাঙ্গার  অন্যতম নায়ক হিসাবে দিল্লির  আদালত  কংগ্রেস নেতা সজ্জন কুমার কে জাবৎজীবন কারাদণ্ডের  শাস্তি  দিয়েছিল । এই শাস্তির  বিরুদ্ধে সুপ্রিম  কোর্টে  আবেদন  জানিয়েছিলেন সজ্জন কুমার  সঙ্গে ছিল  তার  জামিনের আর্জি  ও । গতকাল শীর্ষ  আদালতের  প্রধান বিচারপতি  রঞ্জন  গগৈয়ের বেঞ্চ  এই আবেদন নিয়ে সিবিআই  য়ের  অবস্থান জানতে চেয়ে নোটিশ  পাঠিয়েছে ।