গতকাল ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড হারালো ৫-৩ গোলে সুইজারল্যান্ড কে । খেলার ৭৫ মিনিটের মাথায় অসম্ভব তীব্রতা তে ১-০ করেন এম্বলো সুইজারল্যান্ডের হয়ে ।৭৭ মিনিটের মধ্যে ইংল্যান্ড কে ম্যাচে ফেরায় ,বুকাও সাকা ।অতিরিক্ত সময়েও খেলার নিস্পত্তি না হওয়াতে খেলা পৌঁছে যায় ট্রাইবেকারে ।ইংল্যান্ডের গোলরক্ষক আকঞ্জীর দুর্বল শট বাঁচান গোল রক্ষক ,ইংল্যান্ড পেনাল্টি যেতে ৫-৩ গোলে ।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...