রথ যাত্রা তে ভিড়ে মৃত ২

সাত জুলাই পুরীর রথযাত্রা তে ভিড়ে দমবন্ধ এবং পদপৃষ্ঠ হয়ে প্রাণ গিয়েছে দুই ব্যক্তির ।গুরুতর জখম হয়েছেন ১৩০ জন । ওড়িশা পুলিশ সূত্রের খবর দুটি আলাদা ঘটনা তে প্রাণ গিয়েছে দুই ব্যক্তি মৃতদের একজন ওড়িশার বোলানগিরের বাসিন্দা ।