সাত জুলাই পুরীর রথযাত্রা তে ভিড়ে দমবন্ধ এবং পদপৃষ্ঠ হয়ে প্রাণ গিয়েছে দুই ব্যক্তির ।গুরুতর জখম হয়েছেন ১৩০ জন । ওড়িশা পুলিশ সূত্রের খবর দুটি আলাদা ঘটনা তে প্রাণ গিয়েছে দুই ব্যক্তি মৃতদের একজন ওড়িশার বোলানগিরের বাসিন্দা ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...