মহারাষ্ট্র লোকসভা তে বড় সর ধাক্কা খাওয়ার পরে গতকাল বিধান পরিষদে,১১ টি আসনে নির্বাচনে ছয়টি জিতেছে বিজেপি জোট । ১১ টির মধ্যে ৫ টি জিতেছে একনাথ শিন্ডের দল ,শিবসেনা দল পেয়েছে ২ টি আসন এবং অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে ২টি আসন,কংগ্রেস পেয়েছে ১টি আসন ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...