গতকাল কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল রেলওয়ে এফসি কে হারিয়ে কলকাতা লীগ জয়ের পথে অনেকটা এগিয়ে গেলো ।সংযুক্ত সময়ে মোহাম্মদ মুশারফের বা পায়ের ভলি আশ্চর্যজনক ভাবে ঢুকে দ্বিতীয় গোলটি করেন আদিল আমল ।৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে ভবানীপুর কে টপকে বি গ্রপের শীর্ষে পৌঁছে গেলো ইস্টবেঙ্গল । তবে আর্মি রেড দলের বিরুদ্ধে প্রস্তুতি তে ,ইস্টবেঙ্গলের চারজন খেলোয়াড় আহত সেই নয় চিন্তিত কুয়াদ্রাত । তারা হলেন নিশু ,নন্দ,ক্লেইটন ও মাহের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...