নীতি আয়োগের বৈঠক নিয়ে জলঘোলা করছেন মুখ্যমন্ত্রী ,জানাচ্ছে পিআইবি

আজ দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার অভিযোগ তিনি বলা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে ।তাকে বলতে দেওয়া হবেনা বলে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইটা করা হয়েছে ।তার অভিযোগ ঘিরে শোরগোল পরে যায় জাতীয় রাজনীতিতে ।পিআইইবি জানিয়েছে অভিযোগ অসত্য ,তার বক্তব্য সময় ” সময় শেষ “।তিনি ইচ্ছেকৃত ভাবে মাইক বন্ধের যে অভিযোগ আনেন তা বিভ্রান্তিমূলক ।