আগের সমস্ত নজির ভেঙে নতুন উচ্চতা তে পৌঁছে গেলো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার ,রিসার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ,গত ১৯ সে জুলাই শেষ হয়ে যাওয়া সপ্তাহে ,৪০০ কোটি ডলার বেড়ে মুদ্রা ভান্ডার পৌঁছে গেছে ,৬৭,০৮৫.৭ কোটি ডলারে ।এই প্রথম বার আগের সপ্তাহে এই সংখ্যাটি ৬৬,৬৮৫.৪ কোটি ডলার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...