আজ ভারতীয় সময় ১২ টা ৩০ মিনিটে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্ট য়ে ব্রোঞ্জের জন্য লড়বে মনু ভ্যাকার ও সারাবজিৎ সিংহ । তীরন্দাজি তে ভারতের হয়ে লড়বেন অঙ্কিতা ভকত ও ভজন কাউর ।ব্যাডমিন্টন ডাবলস য়ে সাত্বিক ও চিরাগ জুটি খেলবেন বিকেল ৫ টা ৩০ মিনিটে ও ৬ টা ২০ মিনিটে খেলবে ভারতের হয়ে অশ্বিনী ও তানিশা জুটি ,আর বক্সিংয়ে অমিত পাঙ্গাল সন্ধ্যা ৭ টা ১৬ মিনিটে ,আর মেয়েদের ফেদা ওয়েইট য়ে লড়বেন জেসমিন লাম্বরিয়া ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...