ডুরান্ড কাপের প্রথম ম্যাচ জিতলো ইস্টবেঙ্গল

গতকাল যুবভারতীর মাঠে ডুরান্ডের প্রথম খেলাতে ইস্টবেঙ্গল হারায় ভারতীয় বায়ু সেনা কে ৩-১ গোলে । প্রথম থেকেই ইস্টবেঙ্গল আক্রমণের ঝড় তোলে গোল হওয়া ছিল সময়ের অপেক্ষা ।কিন্তু খেলার গতির বিরুদ্ধে বায়ু সেনার হয়ে প্রথম গোল করেন সোমা নন্দ সিংহ । ৩৯ মিনিটে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় ইস্টবেঙ্গল,খেলার প্রথম অর্ধে শেষ হওয়ার দুই মিনিট আগে ইস্টবেঙ্গল কে সমতা তে ফেরান ডেভিড। দ্বিতীয় অর্ধে দ্বিতীয় গোল টি করেন দিয়ামানটাকোষ ,আর তৃতীয় গোল টি করেন সাউল ক্রেসপো ।