আজ ভারতীয় সময় দুপুর ১ টার সময় মেয়েদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে লড়বেন দুটি ব্রোঞ্জ পদক জয়ী মহিলা শুটার মনু ভ্যাকের ।তিনি ফাইনালে জিতলে ইতিহাস গড়বে ভারত । তার সাথে তীরন্দাজি তে মেয়েদের একক ইভেন্টে দীপিকা কুমারী লড়বে ভারতীয় সময় দুপুর ১ টা ৫২ মিনিটে ।