গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউন টাউন হিরোজের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব । ২৩ মিনিটের মাথায় অন্যবদ্য ফ্রি-কিক থেকে গোল করেন মাদি তালাল । ৩০ মিনিটের মাথায় খেলার বিপক্ষে গোল শোধ করেন ডাউন টাউনের আফরিন ।তার ঠিক তিন মিনিটের মাথায় ২-১ করেন সাউল ক্রেসপো পেনাল্টি থেকে । খেলার সংযুক্ত সময়ে ৯৩ মিনিটে গোল করেন টিকে জেসিন ।ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...