গতকাল প্যারিস অলিম্পিকসে ব্রোঞ্জের লড়াইতে ভারত হারালো স্পেন কে ২-১ গোলে । ৪১ বছর পরে পদক জিতলেন ভারতীয় হকি দল ।১৯৬৮ ও ১৯৭২ সালের পর এই প্রথম পর পর দুই বার পদক যেটা সম্ভব হলো ভারতের শ্রীজেশ ও হারমানপ্রীতের জন্য ।ভারতের হয়ে দুটি গোল করেন ,হারমানপ্রীত ।দুঃখের কথা পিআর শ্রীজেশ অলিম্পিকের পরে হকি কে বিদায় জানালেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...