এই বার প্যারিস অলিম্পিকে ৫৭ কেজি বিভাগের কুস্তিতে পদক জিতলেন আমান । সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে তিনি এই সন্মানটি পেলেন ।আমনের হাত ধরে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো গিয়ে ৬তে । অমনের চার কেজি ওজন বেড়ে গিয়েছিলো ,কিন্তু তার দুই কোচ অসাধ্য সাধন করে তার ওজন কমান ।তিনি পদক জেতার পর অভিনন্দন জানিয়েছেন বজরং পুনিয়া ও বিরেন্দ্র শেহবাগ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...