৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা বাংলা ছবি হলো কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত “কাবেরী অন্তর্ধান রহস্য “। অনিক দত্ত পরিচালিত অপরাজিত ছবির সেরা মেক- আপ শিল্পী হিসাবে পুরস্কার পেলেন সোমনাথ কুন্ডু । প্রোডাকশন ডিজানিং য়ের পুরস্কার পেলেন আনন্দ আঢ্য ।ব্রহ্মাস্ত্র ছবিতে প্লেব্যাকের জন্য অরিজিৎ সিং ও সঞ্জিত পরিচালকের জন্য প্রীতম সেরা পুরস্কার পেলেন ।সেরা ছবি হয়েছে মালায়ালম ভাষার ছবি “অট্টম “।সেরা অভিনেতা হলেন ঋষভ শেট্টি ছবির নাম “কান্তা “,সেরা অভিনেত্রী মানসী পারেখ ,সেরা হিন্দি ছবি “গুলমোহর “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...