আরজিকর কাণ্ডে নাড়িয়ে দিয়েছে সারা পৃথিবীকে

আল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিলের ডাকে ,আর জি করের পড়ুয়া মহিলা চিকিৎসকের ধর্ষণকারী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ,আজ সকাল ছয়টা থেকে কাল সকাল ৬ টা অব্দি ২৪ ঘন্টা ধর্মঘটে রয়েছেন সারা ভারতের সব চিকিৎসক সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই । এই ঘটনার রেশ রাজ্য ও দেশ ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ,সুদূর অস্ট্রেলিয়া,ক্যানাডা ও পার্শ্ববর্তী বাংলাদেশেও দেখা গেলো হত্যাকারীদের ধরার দাবিতে উত্তাল নারী শক্তি ও বাকিরা ।