দ্বিধা বিভক্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এক জোট হলো

আর জি কর কাণ্ডে নির্যাতিতা মহিলা চিকিৎসক কের ধর্ষণ ও খুনের প্রতিবাদে গতকাল বৃষ্টিস্নাত কলকাতার পথে নামলো দল মত নির্বিশেষে টলিউডের সিনেমা ,টেলিভিশন ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কলাকুশলীরা ।আরজি করে ঘটনা তাদের মধ্যে ফিরিয়ে নিলো এলো সংহতির সুর ।উল্লেখ্য গত ১৪ অগাস্ট রাত জাগার আন্দোলনের এদের মধ্যে সামিল হয়েছিলেন কয়েকজন ।গতকাল টেকনিশিয়ান ষ্টুডিও তে জমায়েত হন শিল্পীরা ,সেইখান থেকে খান্নার মোড় অব্দি যান তার পরে শ্যামবাজার মোড় অব্দি মিছিল করেন তারা ।
ছিলেন অসংখ্য পরিচালক ,অভিনেতা ও কলাকুশলীরা ।