কোচ রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনূর্ধ ২০ সাফ গেমসে আজ ভুটানের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল । এই দলে অনুর্ধ ১৭ দুই বছর আগের নয় জন খেলোয়াড় আছেন, কোচ বলেন তাদের অভিজ্ঞতা আমাদের অনেকটা সাহায্য করবে ।ভুটানের অধিনায়ক পেমা বলেন নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল তবে আমরা চেষ্টা করবো আমাদের যথা সাধ্য দিতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...