আজ ভুটানের বিরুদ্ধে খেলবে অনুর্ধ ২০ ভারতীয় ফুটবলার রা সাফ গেমসের জন্য

কোচ রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনূর্ধ ২০ সাফ গেমসে আজ ভুটানের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল । এই দলে অনুর্ধ ১৭ দুই বছর আগের নয় জন খেলোয়াড় আছেন, কোচ বলেন তাদের অভিজ্ঞতা আমাদের অনেকটা সাহায্য করবে ।ভুটানের অধিনায়ক পেমা বলেন নিঃসন্দেহে ভারত শক্তিশালী দল তবে আমরা চেষ্টা করবো আমাদের যথা সাধ্য দিতে ।