অস্ট্রেলিয়া ইতিমধ্যেই আসন্ন নভেম্বর মাসের টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে

এইবছর অস্ট্রেলিয়ার মাঠিতে বর্ডার -গাভাস্কার ট্রফির খেলা শুরু হবে ।অস্ট্রেলিয়া দলের অধিনায়ক কামিংস জানান তিনি চান ,ক্যামেরন গ্রিন -মিচেল মার্শ সহ সবাই এই সিরিজে আরো বেশি করে বল করুন ।পাশাপাশি নাথান লায়ন জানিয়েচেন তিনি চেষ্টা করবেন যশস্বী জয়সাওয়ালের রানের গতি কমানোর । ক্যামিংস জানিয়েছেন ২০২৮ সালের অলিম্পিক্স দেশের প্রতিনিধিত্ব করতে সবাই খুব উৎসাহী ।