আজ লাজংয়ের মাঠে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল ,এই খেলাটি হবে শিলংয়ে লাজং য়ের মাঠে ।
আরজি কর কাণ্ডের পর যুবভারতীতে খেলা বাতিল করে পুলিশ প্রশাসন ,যা মোটেই ভালো ভাবে নেয়নি তিন প্রধানের সমর্থকেরা ।তার বিরুদ্ধে,তারা লাগাতার বিক্ষোভ করছেন ,এবং তিন প্রধানের দাবি যুব ভারতীতে খেলা ফিরিয়ে আনতে হবে । গতকাল ইস্টবেঙ্গল কৃতিম ঘাসের মাঠে অনুশীলন করে যা মোটেই ভালো ছিল না । কুয়াদ্রাত খুশি বেশ কিছু সমর্থক খেলা দেখতে যাওয়াতে ।