১৪ অগাস্ট মধ্য রাত্রে যে ব্যাপক ভাংচুর চালায় হার্মাদ রা তা আটকাতে ব্যর্থ হয়ে পুলিশ পালিয়ে যায় । এই ঘটনা তে সমাজ মাধ্যম থেকে পাওয়া চিত্রে ৩৭ জন কে জিজ্ঞেসাবাদ করে পুলিশ জানতে চাইছে কোনো রাজনৈতিক দলের নেতার হাত রয়েছে কিনা ,যদিও উত্তর এখনো অধরা । সূত্রের খবর ওই ঘটনা তে কর্তব্যে গাফিলতির জন্য দুই জন সহকারী নগরপাল এক জন ইন্সপেক্টর কে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...