গতকাল শিলংয়ের লাজংয়ের মাঠে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ২-১ গোলে সেমিফাইনালে উঠলো লাজং এফসি । খেলার ৮ মিনিটের মাথায় গোল করেন লাজংয়ের মার্কস ,ইস্টবেঙ্গলের ডিফেন্স নীরব দর্শকের মত দাঁড়িয়েছিল ।২৪ মিনিটে সুবর্ণ সুযোগ এসেছিলো গোল শোধ করার ,ডেভিড পারেনি,৩৯ মিনিটে তালালের গোল অফ সাঈদের জন্য বাতিল হয় ।৭৭ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান নন্দ কুমার মাটি ঘেঁষা শটে গোল করে । ৮৩ মিনিটে লাজংয়ের হয়ে পরিবর্তিত গোল সিন্দাই ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...