কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

স্নাতক উত্তর স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয় আবারো চালু করলো “আর্ন হোয়াইল ইউ লার্ন ” প্রকল্পটি।স্নাতক
উত্তর স্তরে যেই সব পড়ুয়ারা মেধাভিত্তিক অথবা আর্থিক সহায়তা পাচ্ছেন না ,তারা এই প্রকল্পে ক্যাম্পাসে কাজের সুযোগ পাবেন মিলবে পারিশ্রমিক । পড়ুয়াদের কাছে এই বিষয়ে আবেদন চাওয়া হয়েছে ,জানা যাচ্ছে বিদেশী বিশ্ববিদ্যালয় গুলিতে এই প্রকল্প অনেক দিন আগে থেকেই আছে ।