বুধবার ৩৪.৭ পয়েন্ট উঠে নিফটি এসে পৌঁছে যায় , ২৫,০৫২.৩৫ অংকে ।পাশাপাশি সেনসেক্স ৭৩.৮০ পয়েন্ট উঠতে এসে পৌঁছে গেছে ৮১,৭৮৫.৫৬ অংকে । বিশেষজ্ঞ দের ধারণা বিদেশী লগ্নিকারীরা ভারতের বাজারে বিনিয়োগ করা তে,পাশাপাশি আমেরিকার বাজারে সুদ কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ।পাশাপাশি বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম রাশ পাওয়াতে অশোধিত তেলের দাম রাশ পেয়েছে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...