নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লাদাখের খারদুংলা পাশে প্রবল তুষার পাতে মৃত পর্যটক দের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,লেহের ডেপুটি কমিশনার বলেন এখন ও অব্দি অন্তত ১০ জন তুষার ধসে চাপা পরে আছেন যৌথ উদ্যোগে লাদাখের সমগ্রহ অঞ্চলে উদ্ধার কার্য চলা সেনাবাহিনী স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল । এক প্রত্যক্ষ দর্শী জানান খারদুংলা তে একটি স্করপিও গাড়িতে কয়েক জন যখন যাচ্ছিলেন তখন হটাৎ তুষার ধসে চাপা পরে গাড়িটি এবং মৃত্যু হয় পর্যটকদের ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...