পরিবহন দফতরের পরিকল্পনা তে রয়েছে উদ্বৃত্ত জমি বিক্রি

গতকাল বণিক সভা বেঙ্গল ন্যাশনালচেম্বার্সের এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন কলকাতা এবং সংলগ্ন এলাকাতে যে বাড়তি জমি পরিবহন দফতরের হাতে রয়েছে ,তা থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনা করা হচ্ছে ।আধুনিক বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয়ের সঙ্গে বাণিজ্যিক কেন্দ্র সহ নানাবিধ ভাবনা সরকারের রয়েছে ।সরাসরি বেসরকারি হাতে তুলে দেওয়া বা যৌথ উদ্যোগ দুটো পরিকল্পনায় সরকারের হাতে রয়েছে ।