১২ কোটি ৯০ লক্ষ্য টাকা জরিমানা করা হলো ফুটবলার আনোয়ার আলী কে

গতকাল সর্বভারতীয় প্লেয়ার স্ট্যাটাস কমিটি ফুটবলার আনোয়ার আলী কে ১২.৯০ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিলো। এই টাকা টি দিতে হবে মোহনবাগান সুপারজায়ান্ট কে ।দেবে আনোয়ার ,ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি । জানা যাচ্ছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটি তে আবেদন করেছে ইস্টবেঙ্গল ,তারা প্রশ্ন তুলেছে ফেডারেশন কে যে প্লেয়ার স্টেটাস কমিটি আদো স্বাস্থ্য ঘোষনা করার যোগ্য কিনা ।