সম্প্রতি আমেরিকা তে প্রেসিডেন্ট নির্বাচনে এক জনমত সমীক্ষা হয় । সেই সমীক্ষা তে দেখা যায় ৪৭% লোক কমলা হারিসের উপর ভরসা রাখছে , আর ৩৭% লোক রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা রাখছে ,বেআইনি সমস্যা মোকাবিলার ক্ষেত্রে ।১১-১৩ সেপ্টেম্বর অনলাইন সমীক্ষা হয় ,অন্য সমীক্ষা তে দেখা যাচ্ছে ৫২% লক্ষ হ্যারিস কে ভোট দিচ্ছে আর ট্রাম্পের দিকে ৪৬% আর ২% ভোটার কোনো দিকেই ভোট দেয়নি ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...