গতকাল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত পরাজিত করে দক্ষিণ কোরিয়া কে ৪-১ গোলে ।১৩ মিনিটে ভারতের প্রথম গোল করেন উত্তম সিংহ ,১৯ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন হারমানপ্রীত সিংহ ।দ্বিতীয় কোয়ার্টারে খেলা শুরু হতেই ভারতের হয়ে দুর্ধর্ষ গোল করেন জার্মান প্রীত সিং ।তার পরেই পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করেন দক্ষিণ কোরিয়ার ইয়ং ।খেলার ৪৫ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ গোল টি করেন হারমোনপ্ৰীত সিংহ । ভারত ফাইনালে খেলবে চীনের সাথে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...