১৯৯০ শালে ইটালির বিশ্বকাপের জয়ের পিছনে সব চেয়ে বেশি অবদান ছিল স্ট্রাইকার স্কিলাচির ।গতকাল তিনি প্রয়াত হলেন ৫৯ বছর বয়েসে ।২০২২ শালে অন্ত্রের ক্যানসার ধরা পড়েছিল ।১৯৯০ শালে তিনি ঘরের মাঠে ছয় গোল করেন এবং যেতেন গোল্ডেন বল অ্যাওয়ার্ড ।তিনি জুভেন্টাস এবং ইন্টার মিলান দলের হয়ে খেলেছেন ।