দামোদর ও মুণ্ডেস্বরীর জল কমতেই শুরু হয়েছে এক নতুন বিপত্তি । ধ্বসে পড়েছে মুণ্ডেশ্বরী ও দামোদরের পাশের বাঁধাই করা বোল্ডার ।যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে জামালপুরের বাসিন্দা দের তাদের বক্তব্য ফের নতুন করে ভারী বৃষ্টিপাতের কথা সোনা যাচ্ছে ।তারা বলেন যদি ভারী বৃষ্টিপাত হয় এবং ডিভিসি জলাধার থেকে জল ছারে তাহলে নদীর পার ঘেঁষে প্রচুর জল গ্রামে ঢুকে যাবে এবং বন্যা পরিস্থিতি তৈরি হবে । এই পরিস্থিতি দেখতে আসছেন মুখ্যমন্ত্রী ।