বায়ুসেনা প্রধান দাবি করলেন চীনা সীমান্তে নজরদারির

ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিংহ জানান লাদাখের পাশাপাশি অরুণাচল সীমান্তেও ,লাইন অফ কন্ট্রোল বরাবর চীন অতন্ত্যদ্রুত গতিতে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে,তার দাবি ভারত ও পিছিয়ে নেই ।তারাও নিয়ন্ত্রণ রেখাতে সামরিক পরিকাঠামো উন্নতির কাজ শুরু করে দিয়েছে । আগামী ৮ অক্টোবর বায়ু সেনা দিবসের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠক করে তিনি বিষয়টি জানান ।