শনি ও রবিবার মিলিয়ে কলকাতা পুরসভার ১৫ টি ঘাটে ২৩৮০ টি প্রতিমার বিসর্জন হয়ে গেছে ।প্রতিটি ঘাটেই প্রতিমা নিরঞ্জনের সময় মুখর হয়েছেন বিসর্জন কারীরা ।লেক মার্কেটে একটি পুজো প্রতিমা বিসর্জন দিতে আশা দুই প্রবীনা সদস্যা বলেন ,আরজি করের বিচার চেয়ে আমাদের পুজো এইবার সাদা ছিল ,আমরা প্রার্থনা করছি তিলোত্তমা যেন বিচার পায় ।মা চলে যাওয়ার সময় আমরা চাই “জাস্টিস ফর আর জি কর শ্লোগান “।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...