রোহিত শর্মার -স্বীকারোক্তি

গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেওয়া তা ভুল হয়েছিল বলে স্বীকার করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে । ভারত প্রথমে ব্যাট করে ৪৬ রানে সকলে আউট হয়ে যান ।জবাবে নিউজিল্যান্ড দিনের শেষে ৩ উইকেটে ১৮০ রান তোলেন ।নিউজিল্যান্ডের ম্যাট হেন্ডরি ১৫ রানে ৫ উইকেট নেন ।উইলিয়াম ২২ রানে ৪ উইকেট নেন ।রোহিতের সাহসী সিদ্ধান্তের সবই প্রশংসা করেন ।